PL পদ্ধতিতে NSDA এর আওতায় স্ব-অর্থায়নে Computer Operation Level-3 অ্যাসেসমেন্টের জন্য রেজিষ্ট্রেশন চলছে। মূলত আমাদের মাঝে অনেকেই Basic Computer এ অনেক দক্ষ। কিন্তু তাদের কম্পিউটারের কোন সরকারী সার্টিফিকেট নেই। তাদের দক্ষতা যাচাই পূর্বক RPL = Recognition of Prior Learning বা অগ্রগামী/ পূর্ব শিক্ষার স্বীকৃতির সার্টিফিকেট দেয়ার কার্যক্রম শুরু করেছে প্রধান মন্ত্রী/ প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্বাবধানে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বা National Skills Development Authority (NSDA). Assessment (পরীক্ষায়) অংশগ্রহণ কারিদের মধ্যে সার্টিফিকেট প্রদানের লক্ষ্যে Samaira Skill Development Institute প্রতি মাসে শুরু করতে যাচ্ছে Computer Operation Level-3 এর RPL বা Assessment.
RPL প্রোগ্রামের বৈশিষ্ট্য:
- অভিজ্ঞতার মূল্যায়ন: আপনার পূর্ববর্তী কাজ ও দক্ষতার ভিত্তিতে সরাসরি মূল্যায়ন
- ক্যারিয়ার উন্নয়ন: আন্তর্জাতিক মানের সনদ যা আপনার চাকরির সুযোগ বৃদ্ধি করবে
- সহজ এবং দ্রুত প্রক্রিয়া: দীর্ঘ প্রশিক্ষণের ঝামেলা ছাড়াই সনদ প্রাপ্তি
RPL অ্যাসেসমেন্টে কেন অংশ নেবেন?
- প্রাতিষ্ঠানিক সনদ (Certificate) পাওয়া যাবে, যা চাকরি বা বিদেশযাত্রার কাজে লাগে।
- আপনার বাস্তব কাজের অভিজ্ঞতা সরকারি স্বীকৃতি পায়।
- চাকরির সুযোগ বাড়ে – বিশেষ করে সরকারি বা বিদেশি চাকরিতে এই সার্টিফিকেট খুবই গুরুত্বপূর্ণ।
- ভবিষ্যতে উচ্চতর পর্যায়ের কোর্সে ভর্তি হতে এই সার্টিফিকেট কাজে লাগবে।
- যারা নতুন করে কাজ শিখছে না কিন্তু কাজ জানে, তাদের জন্য এটা সহজে সার্টিফিকেট পাওয়ার সুযোগ।
যারা আবেদন করতে পারবেন:
- কমপক্ষে ১ বছরের কাজ করার অভিজ্ঞতা রয়েছে যাদের
- বয়স: ১৮+
আবেদন করতে কি প্রয়োজন:
- জাতীয় পরিচয়পত্রের কপি
- সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি
- কাজের অভিজ্ঞতার প্রমাণ
* নূন্যতম ১০ জন ভর্তি হওয়া সাপেক্ষে NSDA এর সিডিউল অনুযায়ী এসেসমেন্ট হবে।